কাচালং নদী ও পাহাড়িছড়া সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুউপজেলাধীন ৬নংমাইনীমুখ ইউনিয়ন। নদী ছোট ছোট উপ-নদী দ্বারা বিশিষ্ট একটি বৈচিত্রময় জন পদ যেখানে, চাকমা ও বাঙ্গালী ০২টি জনগোষ্ঠির বসবাস। উল্লেখ্য এখানে কিছু তঞ্চঙ্গ্যা ও রাখাইন সম্প্রদায়ের বসবাসরয়েছে। ভৌগলিক বৈচিত্রময় সৌন্দর্য এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির সম্মিলন যোগ করেছে এক ভিন্নমাত্রা।৬নং মাইনীমুখ ইউনিয়নের নামকরণের পেছনে কোন ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়না।মাইনীমুখ ইউনিয়নের উত্তরে কালাপাকুজ্যা ইউনিয়ন, দক্ষিণে- লংগদু ইউনিয়ন, পূর্বে গুলশাখী ও বগাচতর ইউনিয়নএবং পশ্চিমে নানিয়াররচর উপজেলা অবস্থিত। জানাযায়, ১৮০০ খ্রিস্টাব্দের পূর্বে অঞ্চলটি প্রধানত ত্রিপুরাদের আবাসস্থল ছিল।এইউনিয়নেরসুবিস্তৃত হ্রদ দেশি-বিদেশি পর্যটকদের যুগপৎ আকৃষ্ট করে।রাঙ্গামাটিজেলারলংগদুউপজেলাধীন৬নং মাইনীমুখ ইউনিয়নের জনগোষ্ঠীর তথ্য প্রাপ্তি সুযোগকে তরান্বিত করতে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে বাস্তবায়ন করার নিরিখে এইউনিয়ন তথ্য বাতায়ন তৈরীর প্রয়াস যুগিয়েছে। ইউনিয়নের এ তথ্য বাতায়নকে আরও বেশি তথ্য বহুল করার জন্য ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্তকাম্য।ইউনিয়নের প্রয়োজনীয় তথ্যাদিসম্বলিতএইবাতায়নেরমাধ্যমে এত টুকু উপকৃত হলে মাইনীমুখ ইউনিয়ন পরিষদ এরউদ্দেশ্য সার্থক হবে এবং সে সাথে সকলকে এই তথ্য বাতায়নে সু-স্বাগতম।
ক) নাম – ৬নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩৫৪৪৭ একর
গ) লোকসংখ্যা – ১৬৮৮৯ জন
ঘ) গ্রামের সংখ্যা – ৩৪টি
ঙ) মৌজার সংখ্যা – ৩টি
চ) হাট/বাজার সংখ্যা – ৩টি
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ ও নদী পথ
জ) শিক্ষার হার –
কলেজ –১টি
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি
মাদ্রাসা-৩টি।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব আব্দুল বারেক সরকার- মোবাইল নং- ০১৮২৮৮৫২৯৬৩
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদ, দুলুছড়ি জেতবন বিহার, তিন টিলা বৌদ্ধ বিহার,
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ফরেষ্ট রেস্ট হাইজ, দুলুছড়ি জেতবন বিহার ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৮৪ সাল
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের চেয়ারম্যান তারিখ – ২৮/০৮/২০১১ইং।
২) শপথ গ্রহণের সদস্যা/সদস্য তারিখ – ২৬/০৮/২০১১ইং।
২) প্রথম সভার তারিখ –
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) দফাদার-১ জন
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৫) উদ্যোক্তা -২ জন।
৬) এম.এল.এস.এস-১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস